প্রতিনিধি, কক্সবাজারঃ
কক্সবাজার শহরে মা আনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির হল মাদকাসক্ত ছেলে আবিদ।
২২ নভেম্বর (শুক্রবার) গভীর রাতে শহরের পশ্চিম বড়ুয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম ওই গ্রামের নিয়াজ আহমদের স্ত্রী।
জানা গেছে, আবিদের বাবা চিকিৎসা জনীত কারণে চট্টগ্রাম মেয়ের বাড়িতে অবস্থান করছিল। বাড়িতে অবস্থান করছিল ছেলে আবিদ ও মা আনোয়ারা বেগম। ধারণা করা হচ্ছে মাদকের টাকার জন্য মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ছেলে আবিদ।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, থানায় হাজির হলে ছেলে আবিদকে আটক করা হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।