এস. এম. রুবেল:
কক্সবাজারের মহেশখালীতে পরীক্ষামূলক ভাবে চাষ করা হয়েছে আমন ধানের নতুন জাত ব্রিধান-৯০। প্রথমবার সেই ধান চাষ করেন হোয়ানক ইউনিয়নের বড়ছড়ার কৃষক মুহাম্মদ হাবিবুল্লাহ কাঙ্খিত ফলন পেয়ে সাফল্য অর্জন করেছে।
কৃষক হাবিবুল্লাহর এই সাফল্য তুলে ধরে ব্রিধান-৯০ চাষে কৃষকদের চাষাবাদে আগ্রহ বাড়াতে ১৭ নভেম্বর (রবিবার) দুপুর ১টায় বড়ছড়া গ্রামে মাঠ দিবসের আয়োজন করে মহেশখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় একশো জন কৃষক।
কৃষক মুহাম্মদ হাবিবুল্লাহ বলেন, কৃষি অফিস থেকে বীজ সংগ্রহ করে প্রথমবার ৪০ শতক ব্রিধান-৯০ চাষ করি। শুরুতে চিন্তায় ছিলাম কাঙ্খিত ধান পাবো কি না। কিন্তু স্বল্প সময়ে ও খরচে ৯০০ কেজি ধান পেয়ে খুবই সন্তুষ্ট হয়েছি।”
উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ব্রিধান-৯০ জাতের জীবনকাল ১১৭ দিন হয়। কান্ড শক্ত এবং তা সহজে হেলে না পড়ায় এটি উপকূলীয় অঞ্চলের জন্য সহনশীল। এছাড়াও কীটনাশক ও সার ব্যবহার করা হয় কম। এতে কৃষকের খরচ বাঁচে তুলনকমূলক অনেক বেশী।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুঃ আনোয়ার হোসেন জানান, আমন ধানের নতুন জাত ব্রিধান-৯০ চিনিগুড়া চালের মতো সুগন্ধি ও উন্নতমানের হয়। কৃষকরা এই ধান চাষে আগ্রহী হলে কৃষি অফিস থেকে সার্বক্ষণিক মাঠ পর্যায়ে দেখাশোনা ও সহায়তা করা হবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের ইন্টার্নী শিক্ষার্থী ছাবের আলম এবং সুমাইয়া আকতার।