ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় কুমিল্লায় চান্দিনা মহিলা কলেজ অধ্যক্ষ মো. মামুন পারভেজকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। অধ্যক্ষকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় অবস্থান নেন কলেজের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত সাত কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের নিঃশর্ত মুক্তির দাবিতে পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসেও বিক্ষোভ করেন।
ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় কুমিল্লায় চান্দিনা মহিলা কলেজ অধ্যক্ষ মো. মামুন পারভেজকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। অধ্যক্ষকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় অবস্থান নেন কলেজের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত সাত কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের নিঃশর্ত মুক্তির দাবিতে পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসেও বিক্ষোভ করেন।