পুলিশ গালি দিয়া কয় তোল। কী তুলব? সেইখানে একটা টুকরি ছিল। বলি, টুকরি তুলব? আবার পুলিশ গালি দিয়া কয়, লাশটা তোল। গুলি লাইগ্যা ছেলেটা সেইখানে উবু হইয়্যা পইড়া ছিল। আমি পেছন সাইড ধরি। পুলিশ পা ধইরা রিকশার পাদানিতে ফিক্কা মারে। পুলিশ আমারেও গুলি করবার চায়। টুকরিত ভইরা ছেলেটারে আর আমারে পুইড়া ফালাইতে চায়। শেষ দিন মনে কইরা তখনই আমি ‘ইন্না লিল্লাহ…’ পইড়া ফালছি।
কথাগুলো রিকশাচালক মোহাম্মদ নুরুর। পরিচিতজনদের কাছে নুরু নামেই তিনি পরিচিত। নুরু যে ছেলেটার কথা বলছিলেন সে ১৭ বছর বয়সী গোলাম নাফিজ। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৪ আগস্ট রাজধানীর ফার্মগেটের পদচারী–সেতুর নিচে গুলিবিদ্ধ হয় নাফিজ। রিকশার পাদানিতে তার পতাকা বাঁধা মাথা একপাশে ঝুলে আছে, আরেক পাশে নিস্তেজ পা দুটো ঝুলছে। রিকশার চেইনের সঙ্গে পেঁচিয়ে যাচ্ছিল বলে নুরু নাফিজের হাত রিকশার রডের সঙ্গে লাগিয়ে দিয়েছিলেন। চারপাশে তখন অনেক মারমুখী পুলিশ। চলছিল বৃষ্টির মতো গুলি। সেই অবস্থাতেই নাফিজের নিথর দেহ নিয়ে হাসপাতালের দিকে ছোটেন নুরু।
পুলিশ গালি দিয়া কয় তোল। কী তুলব? সেইখানে একটা টুকরি ছিল। বলি, টুকরি তুলব? আবার পুলিশ গালি দিয়া কয়, লাশটা তোল। গুলি লাইগ্যা ছেলেটা সেইখানে উবু হইয়্যা পইড়া ছিল। আমি পেছন সাইড ধরি। পুলিশ পা ধইরা রিকশার পাদানিতে ফিক্কা মারে। পুলিশ আমারেও গুলি করবার চায়। টুকরিত ভইরা ছেলেটারে আর আমারে পুইড়া ফালাইতে চায়। শেষ দিন মনে কইরা তখনই আমি ‘ইন্না লিল্লাহ…’ পইড়া ফালছি।
কথাগুলো রিকশাচালক মোহাম্মদ নুরুর। পরিচিতজনদের কাছে নুরু নামেই তিনি পরিচিত। নুরু যে ছেলেটার কথা বলছিলেন সে ১৭ বছর বয়সী গোলাম নাফিজ। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৪ আগস্ট রাজধানীর ফার্মগেটের পদচারী–সেতুর নিচে গুলিবিদ্ধ হয় নাফিজ। রিকশার পাদানিতে তার পতাকা বাঁধা মাথা একপাশে ঝুলে আছে, আরেক পাশে নিস্তেজ পা দুটো ঝুলছে। রিকশার চেইনের সঙ্গে পেঁচিয়ে যাচ্ছিল বলে নুরু নাফিজের হাত রিকশার রডের সঙ্গে লাগিয়ে দিয়েছিলেন। চারপাশে তখন অনেক মারমুখী পুলিশ। চলছিল বৃষ্টির মতো গুলি। সেই অবস্থাতেই নাফিজের নিথর দেহ নিয়ে হাসপাতালের দিকে ছোটেন নুরু।